শিক্ষাবিদঅধ্যাপক এ কেএম আব্দুর রশিদ (৬৫) আর নেই। আজ মঙ্গলবার, নভেম্বর ১০, সকালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।তিনি হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেটের সমস্যা ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে দীর্ঘদিন রোগে ভুগছিলেন। ধীরে ধীরে তার অবস্হা খারাপ হতে থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এছাড়া ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রয়েছে।
তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী শুভানুধ্যায়ী রেখে গেছেন।। তার পৈতৃক বাড়ি কোরবাণীগঞ্জস্হ হাজী মুকবুল আলী সওদাগর বাড়ীতে তার মৃতদেহ রাখা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান আলোর কণ্ঠ পরিবার, ওয়ার্ড ও নগর আওয়ামীলীগ কোরবাণীগঞ্জ ইউনিট আওয়ামীলীগ ,বসুন্ধরা, আমরা রাসেল ,মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক স্কোয়াড জয়বাংলা সাংস্কৃতিক সংগঠন নূরমোহাম্মদ আলকাদেরী শিশু কিশোর সংগঠনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ মরহুমের জানাজা কোরবাণীগঞ্জ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।