আজ আমাদের সেই উজ্জীবিত সৃষ্টিশীল প্রিয় মানুষটির জন্মদিন। বিশিষ্ট সংগঠক হালিম দোভাষ এর জন্মদিনে সুস্থতায় শুদ্ধতায় ফিরে আসুক আজকের দিনটি নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে, তোমার জন্য এই কবিতা নয় আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে। সুন্দর উচ্ছল দিন কামনা শুভ হোক আজ জন্মদিন তোমার, আজ তোমার জীবনের প্রতিটি দিনক্ষণ হোক শুভ,ভালো থেকো,ভালো রেখো প্রিয় মানুষ গুলোকে পরিবারের সকলকে নিয়ে ভালোথেকো+সুস্থথেকো+বেচেথাকো আজীবন ভালোকাজের মাধ্যমে সকলের হৃদয়ে। শুভেচ্ছা সহ শুভ কামনা ও অভিনন্দন আলোর কণ্ঠ পরিবার