আজ বৃহস্পতিবার (১২নভেম্বর)সিরাজগঞ্জ- ১ (কাজীপুর-সদর আংশিক) আসনের উপ-নির্বাচন চলছে ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন।
উপজেলার মোট ১৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৭৬৪ জন।
উল্লেখ্য, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।