মঙ্গলবার ( ৪ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে সরকার বলে জানান।একই সাথে আগামী ৫ আগস্টই মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বাধীন পরিষদকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদদের মধ্যে খোরশেদ আলম সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ। অভিনন্দন জননন্দিত জননেতা খোরশেদ আলম সুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নব মনোনীত প্রশাসক এর নাম সবার শীর্ষে আলোচিত হয়ে আসছিল গত দুই দিন ধরে ।গত ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে নির্বাচন কমিশন (ইসি) তা স্থগিত ঘোষণা করে। আগামীকাল ৫ আগস্ট শেষ হতে যাচ্ছে চসিকের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নছিরের মেয়াদকাল। এবারের নির্বাচনে নাছিরের জায়গায় দলীয় মনোনয়ন পেয়ে লড়তে যাচ্ছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।20People reached5EngagementsBoost post
4You and 3 others