ব্রেকিং নিউজ» আন্দরকিল্লা সড়কে আবর্জনা দুর্গন্ধময় নর্দমার পানিতে একাকার

 
নগরীর আন্দরকিল্লা চত্বরে হাসপাতালের ড্রেন নর্দমার গুলো থেকে গড়িয়ে প্রধান রাস্তার অর্ধেক অংশে নোংরা পানি আশপাশের রাস্তা দিয়ে ছড়িয়ে থাকায় বাকি অর্ধেক অংশে আড়া আড়িভাবে কোনোমতে চলছে সব ধরনের যানবাহন। মশা, মাছিতে ভনভন করা নর্দমার এ পচা পানি এড়িয়ে চলতে চেষ্টা করছেন সবাই। তবে অনেকটা বাধ্য হয়েই পানির কাছে অসহায় আত্মসমর্পণ করছে পথচারি ও   গণপরিবহনগুলো। এতে যানজটের পাশাপাশি দুর্গন্ধের কবলে পড়ে জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে ঠেকেছে। কাঁটা পাহাড় সংলগ্ন হাসপাতালের ড্রেন নর্দমার ময়লা পানিতে রাস্তা তলিয়ে গেছে। দেখলে মনে হবে যেন এটি একটি খাল। এতে অসহনীয় এ নোংরা পানির দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ ধরে এমন দুরবস্থা চলছে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নর্দমার মুখ চুইয়ে বের হওয়া পানি আশপাশের গলি দিয়ে ছড়িয়ে ফুটপাতের হকারদের দোকানের নিচু অংশে এবং মার্কেটের কয়েকটি দোকানের নিচ তলায় ঢুকে গেছে। এ পানি আবার মিশে গেছে প্রধান রাস্তায়। এতে পথচারীরা যেমন পানি ভেঙে চলছেন তেমনি দুর্গন্ধেও তাদের পথ চলতে হয় নাকে হাত দিয়ে। আর এ কারণে কয়েকদিন ধরে দোকান খুলতে পারছেন না ছিন্নমূল ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ জায়গাটিতে কয়েকদিন পরপরই পানি ছড়িয়ে পড়ে। মূলত স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় এমনটি হয়ে থাকে বলে তাদের অভিযোগ।তবে মাঝে মধ্যে জোড়াতালির সমাধান করা হলেও স্থায়ী ব্যবস্থা না নেয়ায় এমনটি হচ্ছে বলে জানান এ রাস্তায় নিয়মিত যাতায়াতকারীরা