» বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ তবু দাম চড়া

এস,আহমেদ ডেক্স প্রতিবেদন » চট্রগ্রাম নগরীর বাজার গুলোতে পর্যাপ্ত মজুদ থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের শাক ও সবজি। প্রায় প্রতিদিন বাড়ছে সব ধরনের কাঁচা সবজির দাম।ভারী বর্ষণের অজুহাতে বাড়ানো দামের রেশ এখনো আছে নগরীর বাজারগুলোতে। বিক্রেতারা জানান, সরবরাহ সংকটের কারণেই সবজির দর অপরিবর্তিত রয়েছে।ক্রেতারা বলেন, বাজারে বছরের সব সময়ই সবজির সরবরাহ থাকে। তবে সে তুলনায় দাম কমে না। এর মধ্যে শীতের সবজি বাজারে এলেও চড়া দামেই বিক্রি হচ্ছে।নগরীর রিয়াজউদ্দিন বাজার, বক্সিরহাট,বৌবাজার ফিরিঙ্গীবাজার, চকবাজার কর্ণফুলীবাজার, সদরঘাট ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের সবজির দাম বাড়তি। বিক্রেতারা বলেন, বাজারে শীতের সবজি এলেও তা পর্যাপ্ত না। সরবরাহ বাড়লে দাম কমবে।
 
বাজারে প্রতিকেজি চিচিঙ্গা-ধন্দুল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে, পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, করলা ৫০ থেকে ৭০ টাকা, উস্তা ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, প্রতিকেজি ধনিয়া পাতা ৮০ থেকে ৯০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বাঁধা কপি৫০ থেকে ৬০ টাকা, কদু ৪০ , জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, বড় কচু ৪০ থেকে ৫০ টাকায়।শীত এসে গেছে। বাজারেও বিভিন্ন সবজি আসছে। কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। নামমাত্র সবজি কিনতেই পকেটের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। ছয় মাসের বেশি সময় ধরে সবজির বাড়তি দামে নিয়ে ভুগছি। আমরা পেয়ে উঠছি না। দিন দিন খরচ বাড়ছে।