রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড

 

 

রাজধানীর মহাখালীর সাততলাব স্তিতে ভয়াবহ অগ্নিকান্ড।সোমবার রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানান।এর আগে রাতের আগুনে বিপুল সংখ্যক ঘর পুড়ে যায়।এতে অগ্নিকান্ডের খবর পেয়ে অগ্নিকান্ডকে নিয়ন্ত্রণে  আনার জন্ফায য়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।

সূত্রে জানায়,  সোমবার রাত ১১ টা ৪৭ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান,মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশে সাততালা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে আগুন লাগে সেখানে বস্তিঘর, প্লাস্টিক পণ্যে ও ওষুধসহ বিভিন্ন দোকান ছিল। হাজার হাজার উৎসুক জনতার জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে বাড়তি পুলিশ ফোর্স এনে তাদের সরাতে হয়। আগুনের মধ্যে লোকজনকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।বস্তির দক্ষিণ ও দক্ষিণপূর্ব পাশে তীব্রতা ছিল বেশি। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিস্তারিত আসছে…….