আজ বৃহস্পতিবার( ২৬ নভেম্বর)ডিরেক্টরস গিল্ডের সদস্য এবং বিটিভির স্বনামধন্য এডিটর, নির্মাতা ফজলুর রহমান আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ সকালে বনশ্রী ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
এ নিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। চয়নিকা লেখেন- ‘বিশ্বাস হচ্ছে না। কত্ত মেমোরি এই মানুষটির সাথে! ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য এবং বিটিভির স্বনামধন্য এডিটর আমাদের প্রিয় নির্মাতা, প্রিয় মানুষ ফজলুর রহমান ভাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ সকালে বনশ্রী ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেছেন।’
তিনি আরও জানান, আজ বাদ যোহর বনশ্রী মসজিদে ফজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে মিরপুরে দাফন করা হবে।