এস আহমেদ ডেক্স প্রতিবেদনঃ বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বিজয়ের উৎসব। সেই সঙ্গে গর্বময় এক বিষাদের সঙ্গে জাতি স্মরণ করছে লাল-সবুজের পতাকার জন্য প্রাণ দেওয়া লাখো শহীদের। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের ছোবলে সারাবিশ্বের মতো বাংলাদেশও আজ উৎসবকে সাজিয়েছে নিজগৃহে। তাই এবারের সব আয়োজন অনেকটা নিয়ন্ত্রিত।
বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের দিনে উড়িয়ে দিই আজ মৃত্যুদূত দু’হাজার কুড়ি অনুষ্ঠানে সৃজামি সংগঠনের(দলপ্রধান) নাট্যাভিনেতা ও গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্তী এ কথাগুলো ব্যক্ত করেন ।
তিনি আরো জানান, গণমানুষের বঞ্চনা, বিপ্লবী চেতনা ও অধিকারের কথা বলে গণসঙ্গীত। আবহমানকাল ধরে সকল গণআন্দোলনের সূত্র ধরে বাংলা গণসঙ্গীত বিকশিত হয়েছে বহু কালধরে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসংখ্য নাটক ও গণসংগীতের মাধ্যমে মুখরিত হয়েছে বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল। সেই ধারাবাহিকতায় সৃজামি সাংস্কৃতিক সঙ্গীত অঙ্গন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছে গণসঙ্গীত বিষয়ক কথামালা এবং গণসঙ্গীত, দেশাত্মবোধক গান নিয়ে।
অনুষ্ঠানের শুরুতেই এতে গণসঙ্গীতে অংশ নেন কাঞ্চন দাশ বর্মন কার্তিক দেব অমিত চক্রবর্তী হিমানী দাশ সুমা সাথী দাশ পূর্ণিমা বিশ্বাস পূজা চক্রবর্তী মধুরিমা দাশ বর্মন নিতু মহাজন রশ্মি দেব রিয়া চৌধুরী, আমিত্য দাশ, অনুশি সেনগুপ্ত , অবন্তি দাশ ,আনুষ্কা নাথ, প্রাচী দাশ, । শিল্পীদের পরিবেশনা ছিল মনমুগ্ধ হৃদয়ছোঁয়া।জনপ্রিয় কণ্ঠশিল্পী সুজিত চক্রবর্তী
সুরের আশ্রয়ে অসাম্প্রদায়িক চেতনা, শোষণমুক্তি ও মানবতা বোধকে ছড়িয়ে দিয়ে চলেছেন দীর্ঘ সময়ে গ্রাম থেকে গ্রামান্তরে। মহান মুক্তিযুদ্ধের চেতনা গণসংগীত দারুণভাবে উদ্দীপ্ত করেছে এ সময়ের তরুণ প্রজন্মের মাঝে তাঁদের পরিবেশনায় সৃজামি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস ও তার চর্চা করে অনেক কণ্ঠ এক সুরে গেয়ে শোনান ‘বিপ্লবেরই ঝালা ’সংগীতকে ধারণ করে শিল্পীরা। মূলত নাট্যাভিনেতা ও গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্তী এর কথামালা গানে গানে দেশমাতৃকা; মাতৃভূমির প্রতি ভালোবাসা, অঙ্গীকার ও চিরবন্ধনের প্রকাশ ঘটেছে এবং সংবেদনশীল স্রষ্টাশিল্পীর মন বিচিত্র ধারায় আপন উপলব্ধিকে অপরূপে রূপায়িত করেছে শিল্পের নানা ধারায় বিচিত্র সব সৃষ্টির মাধ্যমে যা এবারে মহান বিজয় উৎসবে ও গানের ফাকে মুখ-নিঃসৃত ভাষার সৌন্দর্যে ও কণ্ঠের মাধুর্যে দর্শনকে মুদ্ধ করেছে।
সৃজামির দলপ্রধান, নাট্যাভিনেতা ও গণসঙ্গীত শিল্পী সুজিত চক্রবর্তীর পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজনের যন্ত্র সংগীত সহযোগিতায় ছিলেন,
কিবোর্ডেঃ সৃজন দাশ তবলায়ঃ প্রিতম আচার্য অক্টোপ্যাডেঃনন্দন নন্দী,সরাসরি সম্প্রচার সহযোগিতায় শুভ ভিডিও / আলোর কণ্ঠ ২৪ লাইভ
https://www.facebook.com/alorkantho/videos/2120167778118973
মহান বিজয় দিবসের শুভেচ্ছা