ব্রেকিং নিউজ » স্বাভাবিক নিয়মে আদালত, চলবে ভার্চুয়াল কার্যক্রমও

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় উভয় ধরণের আদালত পরিচালনার সিন্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় শারীরিক উপস্থিতিতে নিয়মিত আদালত পরিচালনার সিদ্ধান্ত। তবে, চলবে ভার্চুয়াল আদালতের কার্যক্রম।করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আদালতে শারীরিক উপস্থিতিতে হাইকোর্টের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে, মামলার জট কমাতে আদালতের ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই আদালতে ভার্চুয়াল কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। তবে, আগামী ৯ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে, নিয়মিত আদালতের পাশাপাশি চলবে ভার্চুয়াল আদালতের কার্যক্রম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় উভয় ধরণের আদালত পরিচালনার সিন্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। তবে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
সভা সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন হাইকোর্ট বিভাগের বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয় তাদের ভার্চুয়াল বেঞ্চ দেয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।
এদিকে, ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতিগণ। তবে, এ বিষয়ে এখনও কোনো সিন্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। ডিবিসি সূত্র