আজ বুধবার(৩০ডিসেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী।
সূত্রে জানান, একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দগ্ধ হয়ে মারা যান তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাইক্রোবাসটি পুড়ে যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী জানান, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহযোগিতা করছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে ।বিস্তারিত আসছে…..