চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরেই আগ্রাবাদ পোর্ট কানেকটিং রোডে (পিসি রোড) ছুঁটে যান নগরের বর্ষীয়ান রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন। এসময় তিনি ৫ দিন সময় বেঁধে দিয়ে পোর্ট কানেকটিং রোডের সব গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করা ও আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। ঠিক একদিন পরই চসিকের পরিচালিত একটি এ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার দায়ে বরখাস্ত হয়েছেন সেই চালক। তাতেই ক্ষান্ত হননি প্রশাসক সুজন, চুরি করা তেলের দশগুণ জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর কেউ দুর্নীতি করে থাকলে তওবা করার আহব্বান জানিয়েছিলেন খোরশেদ আলম সুজন। ‘বিষয়টি জানার পরই তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেছি, তার বিরুদ্ধে অফিসিয়ালি যত ব্যবস্থা আছে সব নিতে। পাশাপাশি সে যে পরিমাণ তেল চুরি করেছে তারi দশগুণ যেন জরিমানা দেয়।’এর আগের দিন যেভাবে বলেছিলেন জনগণের দুর্ভোগ সৃষ্টিকারী ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। একই কথার পুর্নব্যক্ত করেন চসিকের এই নয়া প্রশাসক। বরখাস্ত হওয়া চালকের নাম কাজল চন্দ্র সেন।
শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চসিকের পরিচালিত একটি এ্যাম্বুলেন্স তেল ‘চুরির’ বেশ কয়েকটি ছবি।
এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কায়সার আলী চৌধুরী নামে একজন লিখেছেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের হুংকারে কি তাদের টনক নড়ে না! সকালে মেনন হাসপাতালের একটি এম্বুলেন্স থেকে তেল বিক্রির দৃশ্য। স্থান: পোর্ট কানেকটিং রোড। গাড়ির নং: চট্টমেট্রো -চ- ৭১-০৩৩৬। ক্যাপ পরিহিত ব্যক্তি চালক।” সূত্র জানায় নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেপ্রতিদিনই এইরকম ঝটিকা সফরে বের হবেন সদ্য নিয়োগ পাওয়া এই চসিক প্রশাসক