শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবাদত- আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের আবহ জানান দেয়, ঠিক তেমনি অন্যদিকে অসহায় মানুষদের জন্য শীতের প্রকটতা মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। একটি শীতবস্ত্রের অভাবে গরীব অসহায় মানুষেরা দুঃসহ কষ্টে দিন কাটান। সেই সকল মানুষগুলোর কথা ভেবে সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই মহতী উদ্যোগে সমাজের সকল সামর্থ্যবানদেরও এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।
আজ ১ জানুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জামালখান ওয়ার্ড এলাকাবাসীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর,সদস্য বেলাল আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা বেগম,জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, রঞ্জন রশ্মি বড়–য়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আহসান উল্লাহ খোকন,মো. ইসমাইল,মৃদুল কান্তি দাশ, হাজী শাহাবুদ্দিন, ইকবাল আহমেদ ইমু,মো. ইমু, মো. হাবিব,শাহনেওয়াজ জসিম,সিজার বড়–য়া,রত্মেশ্বর দাশ জিতু,রুবেল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।