ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নগর ছাত্রলীগের বণাঢ্য শোভাযাত্রা

সোমবার (৪ জানুয়ারি) সকালে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নগর ছাত্রলীগের বণাঢ্য শোভাযাত্রা আজ অনুষ্ঠিত হয়। কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, সাবেক নেতাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালন করার মধ্যদিয়ে। উত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথক কেক কাটা, সাবেক নেতাদের সংবর্ধনাসহ নানা বিধ কর্মসূচি পালিত হয়। নগর ছাত্রলীগের সাবেক নেতা ইয়াছিন আরাফাত, বর্তমান কমিটির সহ-সভাপকি মিথুন মল্লিক ও মো. শাকিলের নেতৃত্বে অপর গ্রুপ আরেকটি কর্মসূচি পালন করেছেন নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায়। এখান থেকে বিশাল একটি আনন্দ র‌্যালিও বের করেছেন তারা। তাছাড়া কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে। এতে জেলার সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত আনন্দ র‌্যালিতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফর আলী ও শেখ মাহমুদ ইছহাক

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা লগ্ন থেকে ৫২ ভাষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯ গণঅভ্যুত্থান, ৭১-এ মহান মুক্তিযুদ্ধ, এ ছাত্রলীগের ভুমিকা অপরিসীম।