কোথাও স্বাস্থ্যবিধি নিয়ম মানার বালাই নেই » সরেজমিন ঘুরে এ নগরে

বুধবার, জানুয়ারি ৬ ,কোথাও স্বাস্থ্যবিধি নিয়ম মানার বালাই নেই »যার ফলে করোনা সক্রামন বেড়েই চলছে এ নগরে ।দিন যতই যাচ্ছে ততই স্বাস্থ্যবিধির বিষয়ে ততই অসচেতন হয়ে পড়ছে সাধারণ মানুষ।ফলে শহর-বন্দরেও অবাধে মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করছে মানুষ। এতে করে জেলায় বাড়ছে করোনা সংক্রামনের ঝুঁকি। শহরের মানুষের এমন অসচেতন কর্মকাণ্ড দেখে গ্রামের মানুষও করোনার ঝুঁকি ভুলে অনেকটা আগের মত জীবনযাপন করছেন। রাস্তা-ঘাট, চা দোকান, গণপরিবহন, অটো রিক্সা’সহ সব ক্ষেত্রেই মাস্ক পরার প্রতি অনীহা তাদের।

করোনায় মৃত্যুর সংখ্যা সীমাবদ্ধ থাকলেও শনাক্তের হার দিন দিন বাড়ছে।শহরের বাস টার্মিনাল, মাছ বাজার, মুদি দোকান, ঔষদের দোকান, শপিং মল, গণপরিবহন কোথাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও গণসচেতনতা বৃদ্ধির জন্য আবারও কাজ করার পরার্মশ দিচ্ছেন সচেতন নাগরিকরা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করছেন বলেও দাবি করেছেন তারা।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আবারও মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব মানার জন্য সচেতনতামূলক মাইকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী বিস্তারিত alorkantho24ews