জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম সম্পর্কে মুজিব বর্ষে ছোট্ট সোনামনিদের ছন্দে ছন্দে গল্প জানাতে কবি গোলাম মাওলা জসিমের নিবেদন ‘আমার বন্ধু বঙ্গবন্ধু ‘ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয় ৷ বইটির মোড়ক উন্মোচন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম খান।শোকের মাসে শেখ রাসেল কে উৎসর্গ করে কবি গোলাম মাওলা জসিমের “আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন শেষে মোঃখোরশেদ আলম খান বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির ইতিহাসের এক নক্ষত্রতম অংশ।এ মহামানবের তাৎপর্যময় জীবন আমাদের আগামী প্রজন্মের জন্যও শিক্ষা -পাঠের এক অপ্রয়োজনীয় অধ্যায়। কবি গোলাম মাওলা জসিম সে কাজটিই করেছেন।শিশুদের মানসপটে বঙ্গবন্ধুর জীবনকে সহজ ভাষায় ছন্দে ছন্দে গেঁথেছেন গল্পের আকারে “আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটির মাধ্যমে। “আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটি নিয়ে কবি গোলাম মাওলা জসিম বলেন,শিশুদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে গল্প লিখেছি আমি তা সকলকে পড়ার অনুরোধ করছি ৷ গল্পের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানার থাকবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ আরো বৃদ্ধি পাবে।
এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),ইসরাত সাদমীন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর সহঃ অধ্যাপক ডাঃ নুসরাত শহীদ, সদর হাসপাতাল নোয়াখালীর ডাঃ সাইফুদ্দিন (সার্জারী), ডাঃ আনোয়ারুল আজিম (আবাসিক) মেডিকেল অফিসার এবং নোয়াখালী আবৃত্তি একাডেমি সভাপতি ও নোয়াখালী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশর প্রমুখ।