ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধিঃআজ সোমবার(১১ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে জজ আদালতের দুজন নিহত হয়েছেন।আজ সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জেলা জজ আদালতের জারিকারক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ৬০ ও অন্যজনের বয়স বলে জানা গেছে
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষা রেলক্রসিং ছেড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।