»ব্রেকিং নিউজ-জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনা আক্রান্ত

আজ বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ১মাঘ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকা‌লে জাতীয় পার্টির সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানান, ‘বর্তমা‌নে চি‌কিৎস‌কের পরামর্শ রাজধানীর উত্তরা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন তিনি। ত‌বে তার খুশখু‌শে কা‌শি ছাড়া অন‌্য কো‌নো উপসর্গ নেই। তি‌নি স্বাভা‌বিক ও সুস্থ‌ আছেন।’

তিনি আরও জানান, মঙ্গলবার জিএম কাদেরের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়। বিষয়‌টি আরও নি‌শ্চিত হওয়ার জন‌্য আজ‌কে আবারও পরীক্ষা করানো হবে।