আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী

আজ শনিবার(১৬জানুয়ারি) ‘জাতীয় চার নেতার অন্যতম মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মবার্ষিকী । ১৯১৭ সালের আজকের এইদিনে সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে সল্ফ্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম গ্রহন করেন।এম মনসুর আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণযোগ্য। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর জাতির পিতা তার বিশ্বস্ত এই সহযোগীকে যোগাযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং দলের সাধারণ সম্পাদক করেছিলেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার পর একই বছর ৩ নভেম্বর জেলখানায় এম মনসুর আলীসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিম শহীদ এম মনসুর আলীর ছেলে।