মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।
আজ শনিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
সভায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন।
সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বাধীনতার শত্রুদের সাথে যাদের আঁতাত, গণরায়ে তাদের প্রত্যাখ্যান করতে হবে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ, আলহাজ ফরিদ মাহমুদ, নেছার আহমেদ, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সাহেদ মুরাদ সাকু, মিজানুর রহমান সজিব প্রমুখ।