আজ মঙ্গলবার, (১৯ জানুয়ারি)মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। গেল কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা নামা করছে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে।
দিনের বেশীরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। হিম বাতাসের আদ্রতায় বিপর্যস্ত এ জনপদ।
এতে দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছে তারা। ব্যাপকভাবে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনমান।
মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক। বেলা বাড়লে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।