চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক)’র নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইনী অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আকতার। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। ডা. সাহেনা আকতার গাইনী অ্যান্ড অবস বিভাগে কর্মরত ছিলেন।
এদিকে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পদোন্নতির কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. মো. নুরুল হুদা এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান ডা. এরশাদ উদ্দিন আহমদ।
প্রসঙ্গত গত ৩ জানুয়ারি চমেক’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।