সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার কারণে কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে মানুষ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চট্টগ্রাম।সকাল ১০টা গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের।ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি)
কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল গাড়ি চলাচলে তো বটেই, নৌ পথ চলতে হচ্ছে সাবধানে। সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় খুলনার সড়কগুলোতে যানগুলো চলছে ধীর গতিতে। সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার কারণে কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে মানুষ। ঘন কুয়াশার কারণে নদ-নদীতে নৌ-যান চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ক্রমান্বয়ে হিমেল হাওয়া ও ঘনকুয়াশায় শীতের তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। সবার সবই চলছে, তবে অতি কষ্টে। শীতের তীব্রতা কাঁপন ধরিয়েছে মানুষের হাড়ে। তাপমাত্রা হ্রাস পেতে শুরু করায় শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বেড়েছে করোনার প্রকোপও।