আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মোট ২২.৫২ ভাগ পড়েছে বলে জানান নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ভোটের বেসরকারি ফলাফল প্রকাশের পর এই তথ্য জানানো হয়।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
সেখানে মেয়র পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে রেজাউল করিম চৌধুরী নৌকা মার্কায় ভোট পড়েছে তিন লাখ ৭৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ২৪৮ ভোট।
এ ছাড়া মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জান্নাতুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন আট হাজার ৯৮০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর আম প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৫৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ১২৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক পেয়েছেন এক হাজার ১০৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী হাতি প্রতীকে পেয়েছেন ৮৮৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে চার লাখ ৩৫ হাজার ৪৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ৫৩টি ভোট। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা চার লাখ ৩৬ হাজার ৫৪৩টি।