বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংগঠনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর ৩১ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে’পালন করা হয় ।বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন,চট্টগ্রাম মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশিষ্ট সাহিত্যেবিদ ইলিয়াছ উদ্দিন ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ৭৫’র প্রতিরোধযোদ্ধা সৈয়দ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মাকসুদ, মহানগর সদস্য সচিব সাবেক জনাব খাইরুল ইসলাম কক্সি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী আরো বক্তব্য রাখেন বোধন আবৃত্তি লংগঠনের সভাপতি দোভষী সাবেক কাউন্সিলর রেখা আলম সহ প্রমুখ


বক্তরা বঙ্গবন্ধু বাঙ্গালি জাতীয়তাবাদের শ্রষ্ঠা ও বক্তা, তার দীর্ঘ দিনের সংগ্রাম ও নেতৃত্ব ও আত্মত্যাগের পথ ধরেই বাঙালি তার নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠা করতে পেরেছে। বঙ্গবন্ধুর দর্শন ও নীতিকে অবলম্বন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সুশৃঙ্খল সংগঠন হিসাবে দেশ- বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।।বক্তারা আরো বলেন, ক্ষমতার লালসায় আদর্শ ত্যাগ না করে,বঙ্গবন্ধুর আদর্শে অনড় থেকে নিজেদের প্রান উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তান, অন্যায়ের সাথে অনাপোষহীন জাতীয় চার নেতার আদর্শ ও নীতি অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।


বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশ চট্টগ্রাম মহানগর কমিটি’র আয়োজিত সভায় উপস্থিত বক্তরা উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর কবিতা আবৃত্তি করেন এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।