চট্টগ্রাম (ডিসি)র স্বাক্ষর জালে যুবকের কারাদণ্ড

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামাল উদ্দিন নামের ওই যুবককে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের স্বাক্ষর জাল করে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। জামাল ডবলমুরিং থানার মুগলটুলী এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্টরা জানান, ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নগরের সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে মর্জিনা আক্তার নামে এক নারীর সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করেন জামাল উদ্দিন।
জামাল উদ্দিনের যোগসাজসে কোতোয়ালী থানার আলকরণ এলাকার মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি ভর্তির সুপারিশ পত্রে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের স্বাক্ষর জাল করে মর্জিনা আক্তারের বাবাকে দেন।
ওই সুপারিশ পত্র নিয়ে মুসলিম হাই স্কুলে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তাতে তারিখের ভুল থাকায় মর্জিনা আক্তারকে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন।
সুপারিশ পত্র নিয়ে মর্জিনা আক্তার জেলা প্রশাসক কার্যালয়ে এলে ডিসির স্বাক্ষর জাল করে তার সঙ্গে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ সময় মর্জিনা আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী জামাল উদ্দিনকে আটক করা হয়।
কারাদণ্ডাদেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, জিজ্ঞাসাবাদে মর্জিনা আক্তার জানিয়েছেন- জামাল উদ্দিনের সঙ্গে ৫০ হাজার টাকায় এ বিষয়ে তার চুক্তি হয়। এরমধ্যে ১৬ হাজার টাকা তিনি জামাল উদ্দিন এবং মোজাম্মেল হোসেনকে দিয়েছেন।
ম্যাজিস্ট্রেট জানান, ডিসি স্যারের স্বাক্ষর জাল করে প্রতারণার বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় জামাল উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মোজাম্মেল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।