জয়পুরহাট প্রতিনিধিঃ আজ রবিবার(৭ ফেব্রুয়ারি) জয়পুরহাটে বালুবোঝগাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।সূত্রে জানায়,ট্রাক্টরের ধাক্কায় আব্দুল কুদ্দুস(৫৫)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া-নিশ্চিন্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশ চন্দ্র দেব বলেন ,আব্দুল কুদ্দুস নিজ বাড়ি থেকে চাঁনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে নয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন আব্দুল কুদ্দুস। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।