করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণে প্রথম দিনে মৌলভীবাজারে ২৫০ শয্যা হাসপাতাল বুথে টিকা গ্রহণকারীদের ভীড় দেখা গিয়েছে।মৌলভীবাজারের সংসদ সদস্য নেছার আহমদ করোনা টিকা গ্রহণ করে আনুষ্ঠনিকভাবে জেলায় টিকা কাযক্রমের উদ্বোধন করেছেন।আজ রবিবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে করোনা প্রতিরোধমূলক টিকা গ্রহণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এরপর টিকা নিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, হাসপাতাল তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, ৫৫বছর উর্ধ্ব মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার করোনা সম্মুখ যোদ্ধারা।
টিকাদান কার্যক্রম ভালভাবে সম্পন্ন করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। পাশাপাশি সদর হাসপাতালে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ২২ জন এবং ম্যাটসের ১০ জন সদস্য। ৮টি বুথে দুপুর ১ টা পর্যন্ত সদর হাসপাতালে ১শ’ জন টিকা গ্রহণ করেছেন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, ৬ই ফেব্রয়ারি পর্যন্ত জেলায় ৫,৭৫৪ জন অনলাইনে নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৮১৬ জনকে ৭ই ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য ম্যাসেজ দেয়া হয়েছে। প্রথম ধাপে মৌলভীবাজারে ৩০ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হবে। সাত উপজেলায় ২৬টি বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হয়।