আজ সোমবার(৮ ফেব্রুয়ারি)করোনার ভ্যাক্সিন নিলেও মাস্ক ব্যবহার অব্যাহত রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সচিবালয়ে মন্ত্রীসভা কক্ষে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী ভ্যাক্সিনের প্রথম ডোজ গ্রহণের ১ থেকে দেড় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণের তাগিদ দেন।
বক্তব্যে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পরিচ্ছন্নতা কর্মীদের ভ্যাক্সিন নিশ্চিত কারারও নিদের্শ দেন সরকার প্রধান।
মন্ত্রীসভার বৈঠকে ব্যাংকার বহি সাক্ষ্য আইন ২০২১ ও শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।