আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি)ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। দুপুরে প্রচন্ড শব্দে কার্যায়ের সিড়িতে এ বোমার বিস্ফোরণ হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে সেখানে পুলিশের একটি দল মোতায়েন করা হয়।
এঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একইস্থানে গিয়ে সমাবেশ করে।
প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ অন্যান্য বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির সন্ত্রাসীরা আসন্ন পৌর নির্বাচন বানচালের উদ্দেশ্যে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃখলা বাহিনীর কাছে দাবি জানান।