আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে করোনার টিকা প্রদানকারী হাসপাতালগুলোতে কোভিড টিকা দিতে আসা লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে।মানুষের উপচেপড়া ভিড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি হাসপাতালে ছিল দীর্ঘ লাইন কোন দূরত্ব না রেখে বেশ কয়েকটি দীর্ঘ লাইন চোখে পড়ে অনেক বয়স্কজন লাইনে বসে পড়ে । কোভিড সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ভিড় করছেন দেখে তো বুঝা মুশকিল যে বিশ্বজুড়ে কোভিড ১৯ মহামারি আছে দেশে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই … মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে কমেছে। সরেজমিন ঘুরে
স্বাস্থ্যবিধি মানার সচেতনতা আগের চেয়ে কমেছে। সরেজমিন নগরীর বিভিন্ন মানুষের ভিড় পরিলক্ষিত । টিকা নিতে আগ্রহী অনেকে ভোর সকাল থেকে দাঁড়িয়েও টিকা
নিতে পারেননি বলে অভিযোগ করেছেন। আবার কিছু কিছু হাসপাতালে টিকা প্রদানে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের উপস্থিতির কারণে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। নগরীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ছাড়া চসিক জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও চট্টগ্রাম পুলিশ হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।
টিকা দিতে আসা বেশকজন বীর মুক্তিযোদ্ধা বলেন, ধারণক্ষমতার বেশি মানুষ টিকা নিতে আসছে। ফলে হাসপাতালে নানা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। শুধু চমেকে নয়, অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। এছাড়া টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ বুথেও স্থান সংকুলান হচ্ছে না।তারা আরো বলেন টিকা গ্রহণে আগ্রহীদের সংখ্যা বাড়ার কারণে আরো বুথের সংখ্যা বাড়ানো দরকার
বিস্তারিত আসছে….