৫ বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনে হবে: চসিক মেয়র

পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৮০ থেকে ৯০ ভাগ জলাবদ্ধতা নিরসন করার প্রত্যয় ব্যক্ত করেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।
আজ জাতীয় প্রেসক্লাবে চিটাগাং জার্নালিস্ট ফোরাম, ঢাকা আয়োজিত সংবর্ধনা ও মিট দ্যা প্রেসে একথা বলেন তিনি। আধুনিক চট্টগ্রামের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে পরিকল্পিত নগরী গড়ে তুলতে হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র জানান, সমন্বয়ের অভাবে পরিকল্পিতভাবে কাজ হচ্ছে না। সব সেবা সংস্থার উপর মেয়রের কর্তৃত্ব থাকতে হবে এবং সবাইকে জবাবদিহিতার আওতায় আনার ওপরও গুরুত্ব দেন রেজাউল করিম।