বান্দরবান প্রতিনিধিঃ আজ রবিবার (১৪ফেব্রুয়ারি)বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।আজ সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছে নারী ও পুরুষ ভোটাররা। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবারের পৌর নির্বাচনে বান্দরবান পৌরসভায় ১৩টি ভোট কেন্দ্রে ৮১টি বুথকক্ষের দায়িত্বে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত আছে। এতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এর ৩টি, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৪টি এবং পুলিশের ৫টি টহল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৮ জন পুলিশ এবং ৭ জন আনসার সদস্য নিয়োজিত আছে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ নির্বাচনের সবকয়টি কেন্দ্র ভিজিট করেছেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৭২৯ জন। তারমধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ১৩ হাজার ১২০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি, বুথকক্ষের সংখ্যা ৮১টি। এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নৌকা প্রতীকে মো. ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকে মো. জাবেদ রেজা, নারিকেল গাছ প্রতীকে মো. নাছির উদ্দিন, লাঙ্গল প্রতীকে মো. শাহজাহান, মোবাইলফোন প্রতীকে বিধান লালা।
অপরদিকে কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী লড়ছেন।