আজ রোববার, ১ ফাল্গুন(১৪ফেব্রুয়ারি) আজ প্রকৃতি ভরিয়া উঠিছে রঙিন রঙিন ফুলে ফুলে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে বাহারি ফুলের সমাগম হয়েছে নগরের চেরাগী পাহাড়ের ফুলের দোকানগুলোতে। করোনার কারণে থমকে যাওয়া এই ব্যবসায়ীদের প্রতি বছর এদিনগুলোতে ফুলের ব্যবসা জমজমাট থাকলেও গত বছরের তুলনায় এবছর কম ঋতুরাজ বসন্তের প্রথম দিন।বসন্তের আগমনী বার্তার সাথে সাথে আজ চট্রগ্রামে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসও
।নগরের পাহাড়তলী আমবাগান রেলওয়ে জাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে বসন্ত উৎসবের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে অনুষ্ঠান শুরু হবে সকাল ৮ টায়। দিনব্যাপী এ উৎসবের অনুষ্ঠানমালায় একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি প্রাণবন্ত বাঙালির চিরায়ত এ উৎসব মাতিয়ে রাখতে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও দলীয় নৃত্য।
অন্যদিকে নগরের সিআরবি শিরীষ তলায় আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে দিনব্যাপী আবৃত্তি, গান, নৃত্য, ঢোলবাদন ও যন্ত্রসঙ্গীত। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রমার আয়োজন।