ব্রেকিং নিউজ »বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ হত্যার ২২তম বার্ষিকী আজ

আজ সেই বেদনাবিধুর ১৬ ফেব্রুয়ারি। জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, ও মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যাকাণ্ডের ২২তম বার্ষিকী আজ। ১৯৯৯ সালের এ দিনে কুষ্টিয়ার দৌলতপুরের কালিদাসপুরে জাসদ আয়োজিত সন্ত্রাসবিরোধী জনসভায় ভাষণদানকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি।
প্রতি বছর আজকের এই দিনটি সামনে এলেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাসদ নেতাদের মাঝে ভিন্ন রকম এক পরিবেশ সৃষ্টি হয়। নিহত জাসদ নেতৃবৃন্দের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরেও হাতে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
চরমপন্থিদের ব্রাশফায়ারে ওইদিন কাজী আরেফ আহমেদের সঙ্গে জাসদ কুষ্টিয়া জেলা কমিটির তৎকালীন সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, জাসদ নেতা ইসরাইল হোসেন তফসের এবং শমসের মণ্ডল নিহত হন।
এ উপলক্ষে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে শহীদ কাজী আরেফ আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাসদ আজ সকাল ৮টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কাজী আরেফের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা করবে। সারাদেশে দলের জেলা-উপজেলা কমিটিগুলো আরেফ আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা করবে। এ উপলক্ষে বাংলাদেশ জাসদ ও জেএসডিও বিভিন্ন কর্মসূচি পালন করবে।