আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার মডার্ন পলি ইন্ডাস্ট্রি নামের একটি সুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সূত্রে জানায়,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। এখন আগুন নিয়ন্ত্রণ আসছে। ক্ষয়ক্ষতি বিষয়ে এখনো ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ আমাদের কিছু জানাননি। ওরা জানালে জানতে পারবো।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’বিস্তারিত আসছে…….