কোভিড ১৯ এর প্রতিষেধক ও চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান শীর্ষক সংবাদ সম্মেলন

ফয়েজ আহমেদ ডেক্স প্রতিবেদনঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে কাঁপছে সারা পৃথিবী । প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোগ নয় , রোগীকে চিকিৎসা কর রোগীকে আংশিক বা আঙ্গিকভাবে নয় , সামগ্রিক ভাবে চিকিৎসা করবার লক্ষ্যেপ্রতিষেধক আবিষ্কারের জন্য রাত-দিন খেটে যাচ্ছেন বাঘা বাঘা চিকিৎসাবিজ্ঞানিরা।এখন পর্যন্ত এর কোন প্রতিষেধক আবিষ্কারে সফলতা পাওয়া যায় নি।আর উক্ত কোভিড ১৯ এর প্রতিষেধক ও চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের কার্যকারীতা তথা এন্টিবডি তৈরিতে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের হোমিওপ্যাথিক ফর্মুলা প্রয়োগে সফলতা এসেছে। যদি সরকার চায়, তাহলে দেশের স্বার্থে আমি এই ফর্মুলা প্রয়োগে রাজি আছি।গত ১৮ ই আগষ্ট, মঙ্গলবার, জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খা হলে কোভিড ১৯ এর প্রতিষেধক ও চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান শীর্ষক সংবাদ সম্মেলনে হোমিও চিকিৎসক অধ্যক্ষ ডাঃরাগেব উদ্দিন (রাকিব)এ সব কথা বলেন।তিনি আরো বলেন, বিজ্ঞানীদের মতামত ভাইরাসের বিরুদ্ধে একজন মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক কতক্ষণ লড়তে পারে ,সেটি নিশ্চিত হওয়া এখনো সম্ভব হয়নি । তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করা জরুরি । করোনা যেহেতু একেবারেই নতুন ভাইরাস , তাই এ নিয়ে পর্যাপ্ত মানুষের শরীরে এন্টিবডি তৈরি করা প্রয়োজন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট বিপ্লব ব্যানার্জি , প্রযুস, জাতীয় পরিষদ, ঢাকার প্রতিষ্ঠাতা ইউনানী চিকিৎসক এ টি এম এ মুজিদ চৌধুরী,সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।