ব্যাংক কলোনিতে আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই

নগরের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি বসতঘর। ওই এলাকার ‘আব্দুর রহমান বাড়িতে’ বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান,ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স।

সূত্রে জানান,দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদের ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি গাড়ি প্রায় ২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৬ লাখ টাকার জিনিসপত্র উদ্ধারের দাবি করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো আজিজুল ইসলাম সিভয়েসকে বলেন, ‘দুপুরে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দু’টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ তবে কোন প্রাণহানি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।