গাজীপুরে পৃথক স্থান থেকে লাশ উদ্ধার

আতিকুর রহমান আরতিক গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কদমতলা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে সড়কের পাশে বালি চাপা দেয়া অবস্থায় তুহিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে।

এসময় নিহতের হাত-পা রশি দিয়ে বাধা ছিল। আজ সকালে শ্রীপুরের বনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।