রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

রাজশাহীর সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক জামানুর রহমান সবুর নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিটি হাট সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, সংঘর্ষ বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জামানুর রহমান সবুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।