পটিয়ায় ড. ধর্মসেন মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির’র অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে পটিয়ায় বর্ণাঢ্য র‌্যালি আজ বুধবার বের করা হয়েছে। উপজেলার ঊনাইনপুরা লংকারাম বিহার এলাকা থেকে উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক টিমের প্রধান প্রজ্ঞাজ্যোতি বড়–য়া লিটনের নেতৃত্বে শতাধিক গাড়ি বহর নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এতে এই র‌্যালিটি ঊনাইনপুরা থেকে শুরু করে কর্ত্তালা, পাচুরিয়া, মুকুটনাইট, ধলঘাট, পৌরসদর, বাইপাস সড়ক হয়ে র‌্যালিটি লংকারাম বিহারে গিয়ে শেষ করে। এর আগে হাতি দিয়ে ড. ধর্মসেনকে বিদায়ী শ্রদ্ধা জানানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে বিহার এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলার আয়োজন করা হয়েছে।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হবে। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করবেন সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। প্রধান অতিথি থাকবেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, রাষ্ট্রপতি কার্যালয়ে সচিব সম্পদ বড়–য়া, বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাই কমিশন এর সহকারী হাই কমিশনার, অনিন্দ্য ব্যানার্জি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাখাল চন্দ্র বড়–য়া, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি.আর বড়–য়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।