নগরীর ডামপাড়া ওয়াসা থেকে গাড়ি সহ মোঃ ইব্রাহীম ও মোঃ আনোয়ার সহ এই দুই প্রতারককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সূত্র জানায় তারা দীর্ঘদিন ধরে বিশেষ কৌশলে তাদের একতা সমাজ উন্নয়ন সংস্থা(এসউস) সংস্থাটির নাম করে সাধারণ লোকজনকে নানা মুনাফা দেখিয়ে লক্ষ টাকা হাতিয়ে এম্বুলেন্স করে পালিয়ে বেড়াতো। তাদের ধরতে উত্ত এলাকায় দীর্ঘদিন নির্দিষ্ট এলাকায় নজর রাখেন যুবকরা। জানা যায় সা্কিব,বিলাস,্অনিল,জুবায়ের এই ৪ যুবক তাদের হাতে নাতে ধরে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের নামে ৪০৬ এবং ৪২০ ধারা মামলা কর হয়।তদন্ত আলোকে দেখা যায় যে তারা নগরীর পাকা রাস্তার মাথা এবং হাটহাজারী থেকে চাকরী দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। তাদের এই ভুয়া সংস্থাটির নাম ছিলো একতা সমাজ উন্নয়ন সংস্থা(এসউস)………………ভুয়া নামকরন করে তারা প্রতিষ্ঠানটি করেছিলো বলে জানা যায়।