সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব

বায়োস্কোপ, পুতুলনাচ, বাউলগানসহ আবহমান বাংলার লোকজ সংস্কৃতির ব্যবহার্য জিনিসপত্রের সাথে, নতুন প্রজন্মের পরিচয় করাতেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোকজ উৎসব। করোনা মহামারির জন্য এবার কমেছে কারুশিল্পীদের অংশগ্রহণ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে, পহেলা মার্চ লোকজ এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এখানে ৭৫ টি স্টলে প্রদর্শিত হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পণ্য।

রাজশাহীর শখের হাঁড়ি, বায়োস্কোপ, নওগাঁ ও মাগুরা’র শোলাশিল্প, মুন্সীগঞ্জ ও সুনামগঞ্জের শীতলপাটি, চট্টগ্রামের তালপাতার পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের কাঠের পুতুল, কুমিল্লার তামা কাঁসা, রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে।

করোনা মহামারির জন্য কমেছে কারুশিল্পীদের অংশগ্রহণ। নেই আগের মতো বেচাকেনাও।

লোক ও কারু শিল্পের উন্নয়নে এরিমধ্যে ১৪৭ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।

ঐতিহ্যবাহী নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ ও নৌবিহার উপভোগের পাশাপাশি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখছেন দর্শনার্থীরা।

উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত। এবার অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের ৪৮ জন কারুশিল্পী।