আজ শুক্রবার, (৫ মার্চ) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, পৃথিবীর সকল মায়ার বন্ধন ছেড়ে চলে গেলেন ।নানা প্রতিভাধর এই গুণী বীর মুক্তিযোদ্ধা আর ফিরবেন না। না ফেরার দেশে সবাইকে ছেড়ে তিনি ওপারে পাড়ি জমালেন। আজ বিকাল ৪টায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গভীর ভাবে শোাকাহত আমরা।। প্রবীণ রাজনীতিবীদ ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সর্বত্র তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলোর কন্ঠ পরিবার ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্রগ্রাম মহানগর, চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগ,মুক্তিযুদ্ধ গবেষণা কেনদ্র ট্রাস, আমরা রাসেল চট্রগ্রাম , বসুন্ধরা সাংস্কৃতিকও সামাজিক সংগঠন,সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, মুক্তিযুদ্ধের ৭১ চেতনা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ,বোধন আবৃত্তি সংগঠন প্রমা আবৃত্তি সংগঠন,সমন্বিত আবৃত্তি পরিষদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ তার মৃতূতে বিভিন্ন মহল শোকবানী দিয়েছেন। শেষ বারের মতো দেখতে গেছেন অনেকেই। আগামীকাল সকাল ৯টায় নগরীর বলুয়ার দীঘির পাড়ে রাষ্ট্রীয় মর্যাদায় অভয়মিত্র মহাশ্মশানে মুক্তিযোদ্ধা বুলবুলের শেষকৃত্য সম্পন্ন হবে। ।তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ চট্টগ্রামবাসী। মরদেহে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করবেন