চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ হোসেন রুবেল (২৮) নামে এক হাজতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে তাকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ।
এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করে কারা কর্তৃপক্ষ। পলাতক রুবেল নরসিংদীর রায়পুরা থানার শুক্কর আলী ভান্ডারীর ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদ হোসেন রুবেল নামে এক বন্দী নিখোঁজ হয়েছেন এমন অভিযোগ এনে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান সাধারণ ডায়েরি করেছেন। এরপর ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ বন্দীর খুঁজে অভিযান শুরু করেছে পুলিশ।’এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কোনো কর্মকর্তা। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, এ ঘটনার পর অভ্যন্তরিণ তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে রুবেলের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তার পালিয়ে যাওয়ার পেছনে কার কার গাফিলতি রয়েছে তা তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তদন্ত কমিটি গঠনের উদ্যোগও নেয়া হয়েছে।