নতুন প্রজন্মের ফাস্টফুড দুর্বলতা কমাতে পারে আমাদের পিঠা-পুলি- আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,নতুন প্রজন্ম আজ ফাস্টফুডের প্রতি আসক্ত।তাদের কাছে গুণগত ভাবে অস্বাস্থ্যকর এসব ফাস্টফুডই একমাত্র জলখাবার হিসেবে পরিচিত হয়ে উঠেছে।তাদেরকে পিঠাপুলি খেতে বললে তারা খান না।পিঠা পুলি খাওয়ার প্রতি উদাসীনতা কাজ করে। কিন্তু গুণগত খাবার হিসেবে পিঠাপুলির কদর চিরকালীন। এই পিঠাপুুলির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে পারলে তাদের ফাস্টফুড দু্র্বলতা অনেকাংশেই কমে যাবে।
আজ ১০ মার্চ বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু হওয়া ৫দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম হামিদের সভাপতিত্বে ও কংকন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার,খন্দকার শাহ আলম,সাইফুল আলম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।