ব্রেকিং নিউজ » সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় দর্শনার্থীদের ঢল

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী তিথিতে পূজা উপলক্ষে শুরু হচ্ছে তিনদিনব্যাপী এ মেলা।এ মেলাকে ঘিরে ৯ মার্চ থেকে আসতে শুরু করবেন দর্শনার্থীরা। প্রায় ৩০০ বছর পূর্ব থেকে সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রচলন শুরু হয়। এই শিব চতুর্দশী মেলা ঐতিহ্যে পরিণত হয়েছে সকলের কাছে। প্রতিবছর বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে এই মেলা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এই মেলা তিনদিন পর্যন্ত থাকে। পবিত্র ও আত্মশুদ্ধি লাভের আশায় স্নান করেন এবং শিব পূজায় মগ্ন ও ব্যসকুন্ডে স্নান করেন। ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত মেলায় দেশ-বিদেশের লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। প্রশাসন ও মেলা কমিটি ব্যাপক তৎপরতা মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছেন।গতকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ভিড় করছেন আজ ভোর থেকেই ভক্তের ঢল তীর্থভূমির কলেজ রোড থেকে সাড়ে তিন কিলোমিটার উঁচু চন্দ্রনাথ মন্দির পর্যন্ত সর্বত্র ছিল পুণ্যার্থীর ভিড়।

সীতাকুণ্ড কলেজ রোড থেকে বিভিন্ন ধরনের অস্থায়ী স্টল ও স্থানীয় দোকানে রং বেরঙের কাঁচের চুড়ি, খেলনা, ম্যাজিক শো, সার্কাস শো, খেলনা, খাবানের দোকান দেখা যায়। মূল পাহাড়ের পথ শুরু হয় ২ নম্বর গেট থেকে। ব্যাসকুন্ড পুকুর, শংকর মঠ, সীতা মন্দির, হনুমান মন্দির, সম্ভুনাথ মন্দির, বীর পক্ষ মন্দির এবং চন্দ্রনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের মূল আকর্ষণ। এই সময় তীর্থ যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা, নিরাপত্তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ তথ্য প্রদানসহ নানা সেবা নিয়ে প্রস্তুত থাকেন সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, আনসার বাহিনী, সীতাকুণ্ড মেলা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনসমূহ।

দেবাদিদেব মহাদেবের বন্দনায় সময় কাটাচ্ছেন ভক্তরা।পাহাড়ের চূড়ায় অবস্থিত বিরুপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে হাজারো পুণ্যার্থীদের মুখর। প্রতিবছরই এখানে আসেন দেশ-বিদেশের পুণ্যার্থীরা। ১২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে চন্দ্রনাথ মন্দির । ফাল্গুন মাসে শিবচতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে করে সীতাকুণ্ড বাজার থেকে পাহাড় পর্যন্ত দেড় কিলোমিটার পথে বসেএ মেলা
তিনদিনব্যাপী এ মেলা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেলা কমিটি।