বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার চট্টগ্রামের পাহাড়তলীতে বাসের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসের গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বেলা পৌনে ৩টার দিকে।ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, গ্যারেজে যানবাহন মেরামত করার সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।