গরম আসছে,আঙুরের কোনো বিকল্প নেই

স্বর্ণালী প্রিয়া ডেক্স প্রতিবেদন:প্রথাগত ভাবে খেতে যাবেনই-বা কেন? যে কোনও ফলকেই একটু অন্যরকম ভাবে যদি ট্রাই করেন, দেখবেন পছন্দ হয়ে যাচ্ছে। এরকম ভাবেই ভাল লাগিয়ে নিন আঙুরকে। গরম কাল আসছে। আম-জাম-কাঁঠালের সঙ্গে বাজারে মিলবে প্রচুর আঙুরও। আসুন, মোটামুটি কতরকম ভাবে খাওয়া যায় এই ফলটি একটু দেখে নেওয়া যাক।
ব্রেকফাস্টে আঙুর খেতে পারেন। তালিকায় রাখুন আঙুর রস। এছাড়া কর্নফ্লেক্স বা ওটসের সঙ্গে আঙুর খাওয়া যেতে পারে।

আঙুরের স্মুদি বানিয়ে খেতে পারেন। ঠাণ্ডা আঙুরের স্মুদি খুবই তৃপ্তিদায়ক। তাছাড়া আঙুর এমন এক ধরনের ফল, যার সঙ্গে অনায়াসে যে কোনও ফল যুক্ত করে নেওয়া চলে। আঙুরের সঙ্গে কলা, আম, স্ট্রবেরি, তরমুজের রস বানাতে পারেন।
সিম্পলি আঙুরের জুস বানিয়ে নিতে পারেন। বাড়িতেই জুসারে সহজে তৈরি করে নিন আঙুরের জুস। ব্রেকফাস্টে বা লাঞ্চে হালকা খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে। এমনিও খেতে পারেন।
যে কোনও ধরনের ফ্রুট স্য়ালাডে আঙুর খেতে পারেন। অ্যাভোকাডো-আঙুরের স্যালাডও দারুণ উপাদেয়। পুষ্টিগুণে ভরপুর।
এমনকি চিকেন স্যালাডে একটু টকমিষ্টি স্বাদ আনতে আঙুর ব্যবহার করা যেতে পারে। একদিন গ্রিলড চিকেনের সঙ্গে আঙুরের স্যালাড বানিয়ে খেতে দিন না বাড়ির সদস্যদের, বারবার খেতে চাইবেন তাঁরা।