চট্টগ্রামের মিরসরাইয়ে বাস-লরি সংঘর্ষে বহু হতাহত

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় মিরসরাইয়ে যাত্রীবাহী বাস সঙ্গে দ্রুতগামী লরির সংঘর্ষে মিরসরাই উপজেলায় মহসিন ভূঁইয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয় বলে প্রতিনিধি জানান, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মহসিন ভূঁইয়া উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া এলাকার হেঞ্জু ভূঁইয়া বাড়ির মৃত জেবল হোসেন টুনুর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিনিধি জানান, ভোরে চট্টগ্রামমুখী ‘উত্তরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লরির সংঘর্ষ হয়। এ সময় আত্মরক্ষার্থে যাত্রীবাহী বাসের সহকারী লাফ দিলে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত প্রায় ১০ জনকে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।